বিস্তারিত বলুন॥
Share with your friends

শক্তিশালী এসিড এর সাথে বিক্রিয়া করে কার্বন-ডাই-অক্সাইড ত্যাগ করেঃ

CaCO3(s) + 2 HCl(aq) → CaCl2(aq) + CO2(g) + H2O(l)

এটা উষ্ণ বিয়োজন বিক্রিয়া বা ক্যালসিনেশন(যখন CaCo3 840 °C এর উপরে)এ উত্তপ্ত হয়ে এন্থাল্পির(178 kJ/mole) সাথে বিক্রিয়ায় কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে ও ক্যালসিয়াম অক্সাইড উৎপন্ন করে ,যা কলিচুন নামে পরিচিতঃ

CaCO3(s) → CaO(s) + CO2(g)

ক্যালসিয়াম কার্বনেট পানিতে সম্পৃক্ত কার্বন-ডাই-অক্সাইড এর সাথে বিক্রিয়ায় দ্রবণীয় ক্যালসিয়াম বাইকার্বনেট গঠন করেঃ

CaCO3 + CO2 + H2O → Ca(HCO3)2

কার্বনেট শিলার ক্ষয়প্রাপ্তিতে,ভূগর্ভে সুরঙ্গ সৃষ্টিতে ও পৃথিবীর বিভিন্ন স্থানে খর পানি তৈরিতে এই বিক্রিয়া গুরুত্ব বহন করে। এর উপাদান গুলোর মধ্যে হেক্সাহাইড্রেট,ইকাইট, CaCO3·6H2O যা শুধু 6 °C এর নিচে অবস্থান করে।

Talk Doctor Online in Bissoy App