ArfanAli

Call

C(কার্বন) এর শেষ কক্ষপথে ইলেকট্রনের সংখ্যা ৪ টি এবং O(অক্সিজেন) এর শেষ কক্ষপথে ইলেকট্রনের সংখ্যা ৬ টি। শেষ কক্ষ পথে C তার ২ টি ইলেকট্রন O এর সাথে শেয়ার করে এবং O তার শেষ কক্ষপথের ৪ টি ইলেকট্রন C এর সাথে শেয়ার করে। ফলে উভয়েরি অষ্ট পূর্ণ হয় এবং এরা সমযোজী বন্ধনে আবদ্ধ হয়। কার্বনের সথে অক্সিজেন ৪ টি ইলেকট্রন শেয়ার করে এবং কার্বনের শেষ কক্ষপথে ইলেকট্রনের সংখ্যা ৪ টি তাহলে কার্বনের শেষ কক্ষপথে মোট ইলেকট্রনের সংখ্যা ৪+৪=৮ সুতরাং অষ্টক পূর্ণ হয়েছে। একইভাবে C দুটি ইলেকট্রন শেয়ার করায় O এর শেষ কক্ষপথে ইলেকট্রনের সংখ্যা ৬+২=৮ ; অষ্টক পূরণ হয়েছে। সুতরাং এরা সমযোজী বন্ধনে আবদ্ধ

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ