আমার মেমোরি কার্ড ফরমেট হয়েছে। কিন্তু এখানে অনেক ডকুমেন্ট, ছবি, তথ্য ছিল। তবে এগুলো না হলেও চলবে। কিন্তু এতে আরও অনেক গুলো. .AMR ফাইল ছিল। এই ফাইল গুলো আমার জন্য খুবেই জরুরি। মেমোরিতে কোন ভরি নি এখনো ফরমেট হওয়ার পর। অনেকদিন ধরে অনেক চেষ্টা করছি সেগুলো রিকভার করার। কিন্তু সামান্য পরিমান ছাড়া পাচ্ছি না। আমার ল্যাপটপ ও আছে। Please help me. কেউ আমায় ভাল কোন অ্যাপের নাম বলেন, যেটাতে আমি ।. .AMR ফাইলগুলো রিকভার করতে পারব।।। আর হ্যা কাজের পদ্ধতিটা সহ বলতে ভাল হয়। প্লিজ কেউ জেনে থাকলে বলেন।।। আমার খুবেই দরকার ঐ ফাইল গুলো
Share with your friends
SheakhMamun

Call
ভাইয়া আপনি #RECOVA# দিয়ে করতে পারেন, এটা খুব ভাল কাজ করে।ইনেস্টল করে=নেক্সট করে= রিকভার প্যাথে মেমরি কার্ড সিলেক্ট করে= mp3/ auideo/music সিলেক্ট করে দিন =ডিপ স্ক্যান এ টিক দিয়ে নেক্সট করুন। ফাইল স্ক্যান হবে।তার পর ফাইলের নাম শোকরবে,যে ফাইল গুলা রিকভার কতেচান তার নামের উপর টিক দিয়ে recover ক্লিক করুন।আর কোন সমস্যা হলে জানাবেন।তবে রিকভার হওয়া সব ফাইল হয়তো চলবে না, সে ক্ষেত্রে mp3 repair এর অনেক এপস অনলাইনে আছে,সেগুলা ব্যাবহার করে দেখতে পারেন।
রিকভা ডাউনলোড :https://en.softonic.com/download/recuva/windows/launch-download

ধন্যবাদ 
Talk Doctor Online in Bissoy App