শেয়ার করুন বন্ধুর সাথে
Junait

Call

বর্তমানে সেরাবাহিনীতে অভিবাবকের

 লিখিত অনুমতি পত্র বা সম্মতি পত্র লাগে 

না  (পূর্বে বাধ্যতামূলক ছিল)। 

যাইহোক, সম্মতি পত্র লেখার নিয়ম :

এ পত্রটি আপনার অভিভাবক লিখবেন অর্থাৎ অনেকটা

এরকম

জনাব, 

এই মর্মে প্রত্যয়ন করছি আমি মোঃ হাসান আলী 

(আপনার পিতা), আমার ছেলে মোঃ (আপনার নাম), 

গ্রামঃ, পোষ্ট:, উপজেলা:, জেলা: আমি তাকে স্বেচ্ছায় 

বাংলাদেশ সেনাবাহিনীতে ভর্তির জন্য অনুমোদন দিয়ে

দেশ ও জাতির সেবাতে উৎসাহিত করলাম। 

আরোও নিয়মাবলী মেনে কিছু কমন কথা।

কম্পিউটার কম্পোজের দোকানে গিয়ে বললে তারা

বের করে দিবে।


ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
MAAMasum

Call

আপনি যেকোন ফটোকপির দোকানে বা লাইব্রেরীতে গিয়ে বলবেন একটা অবিভাকের অনুমতি পত্র লাগবে তাহলে আপনাকে একটা ফরম দেবে সেটা পূরণ করে আপনার অবিভাকের স্বাক্ষর নিলেই হয়ে যাবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ