Junait

Call

দুজনই সমান দাবা খেলোয়ার,  সুতরাং হার/জিত 

এর সংখ্যাও সমান হতে হবে। 

আপনার প্রশ্ন অনুসারে ৫টি খেলা খেলে

কোনো খেলাতেই ড্র হয় নি,  এটি খুবই স্বাভাবিক

তারা দাবা খেলা বাদে অন্য ৫টি খেলা খেলেছেন।

সুতরাং--  দাবা খেলাতে দুজনেরই হার জিত 0 (শূন্য)

প্রশ্নে উল্লেখ নেই যে ৫টি দাবা ম্যাচ খেলবে বরং 

৫ টি খেলা খেলবে এভাবেই উল্লেখ করা হয়েছে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
AzharIslam

Call

দুইজন দুইপাশে খেলছিল। অর্থাত দুইজনই আলাদা জনের সাথে খেলছিল।। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

খেলা এরকম হয়েছে:-  যেমনঃ

.

প্রথম ব্যক্তি:দ্বিতীয় ব্যক্তি = 5:0/ 4:1/ 3:2 /2:3/1:4

অথবা,

প্রথম ব্যক্তি:দ্বিতীয় ব্যক্তি = 0:5 /1:4 /2:3/3:2/4:1

অর্থাত্ কোনও ম্যাচ ড্র হয় নি ।

বিঃদ্রঃ খেলা জিনিস টা এমন যে  (বিশেষ করে আইকিউ খেলায়)  সেরা খেলোয়াড়রাও সাধারণ খেলোয়াড়দের কাছে হার মানে । উপরোক্ত দাবা খেলায়ও দুজন সমান খেলোয়াড় হলেও খেলার পজিশন( বিশেষ করে খেলার শেষ ভাগে) ভালো-খারাপের কারণে পাঁচটি খেলায় ড্র বিহীন বিভিন্ন অনুপাতে জয়-পরাজয় হয়েছে ।


ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ