Share with your friends
Anynomous

Call

আপনি দুই ভাবে আপনার ফোনটি রুট করতে পারবেন।

  1. ফোনটি পিসির সাথে কানেক্ট করে পিসি দিয়ে।
  2. ফোনে সরাসরি রুট করার অ্যাপ ইন্সটল দিয়ে।
এখন আপনার যদি পিসি থাকে তাহলে পিসিতে kingoroot সফটওয়ারটি ইন্সটল করে নিবেন। পরে মোবাইল ডাটা কেবল দিয়ে কম্পিউটারের সাথে কানেক্ট করবেন। এবং মোবাইলের সেটিংস থেকে ডেভেলপার অপশন থেকে USB debugging এক্টিভ করে দিবেন। এরপর পিসি থেকে আপনার মত করে রুট করে নিন।

অথবা kingroot অ্যাপ টি মোবাইলে ইন্সটল করে ওপেন করবেন । মোবাইলের নেট কানেকশন চালু রেখে এরপর Try to root এ ক্লিক করবেন। তারপর মোবাইল রুট হওয়া শুরু হবে। কিছুক্ষন সময় নিবে, কিন্তু রুট হয়ে যাবে।

আর মোবাইল রুট করার সময় মোবাইলে ৬০% এর থেকেও বেশি চার্জ রাখবেন। 

Talk Doctor Online in Bissoy App
Call

আপনি  IROOT app দিয়ে রুট করতে পারেন।আপনি অ্যাপ টি ডাউনলোড করে Try to root লেখায় ক্লিক করে কিছুক্ষণ অপেক্ষা করলে ফোনটি রুট হয়ে যাবে।

Talk Doctor Online in Bissoy App