Hsc পরীক্ষায় যদি ভিনেগার প্রস্তুতির কৌশল জানতে চায়,তাহলে কিভাবে লিখবো?
Share with your friends

নিচের নিয়মে লিখতে পারেনঃ ভিনেগার হলো ইথানয়িক এসিডের 6-10% জলীয় দ্রবণ । তাই ঐ এসিডে প্রস্তুত করে এতে পানি মেশালে তা ভিনেগার হয়ে যাবে । . পরীক্ষাগারে ইথানয়িক এসিডের প্রস্তুতিঃ . পরীক্ষাগারে ইথানলকে সালফিউরিক এসিডের উপস্থিতিতে K2CrO7 (পটাসিয়াম ডাইক্রোমেট) দ্বারা জারিত করে ইথানয়িক এসিড উত্পন্ন করা হয়। . CH3-CH2OH>>CH3CHO +H2O CH3-CHO>> CH3COOH প্রভাবকঃ [0] . শিল্পক্ষেত্রে প্রস্তুতিঃ শিল্পক্ষেত্রে ইথাইন বা এ্যাসিটিলিন থেকে বিশুদ্ধ ইথানয়িক এসিড সংশ্লেষন করা হয় । পেট্রোলিয়ামের তাপ বিয়োজনে উত্পন্ন ইথাইন গ্যাসকে 60'C তাপমাত্রায় উত্তপ্ত করে 2% Hgso4 ও 20% লঘু H2SO4 এর জলীয় দ্রবণে চালনা করা হয় । . ফলে ইথান্যাল উত্পন্ন হয়। এক্ষেত্রে মারকিউরিক সালফেট ও লঘু সালফিউরিক এসিড প্রভাবক হিসেবে কাজ করে। . HC=CH+H20 >> CH3CHO প্রভাবকঃ 20%H2S04 ,2%HgSO4,60'C . উত্পন্ন ইথান্যালকে ম্যাঙ্গান্যাস এসিটেট প্রভাবকের উপস্থিতিতে 60'C তাপমাত্রায় বাতাসের অক্সিজেন দ্বারা জারিত করে ইথানয়িক এসিড উত্পাদন করা হয় । CH3-CHO>>CH3COOH প্রভাবকঃ Mn2+, 60'C . বিঃদ্রঃ সকল প্রভাবক গুলো খাতায় লেখার সময় বিক্রিয়ক ও উত্‍পাদকের মাঝখানে তীরচিহ্নের উপরে লিখবেন

Talk Doctor Online in Bissoy App