আমি একটি মেয়েকে প্রেমের প্রস্তাব দেওয়ার পর মেয়েটি প্রথম বলল তার আব্বু লাগব। সেকেন্ড টাইমে বলল তার আম্মুর কাছে বলে দিবে আর কিছু বললে। এখন আমার প্রস্ন হলো মেয়েটিকে কিভাবে বুঝানো যায়? আর আমাকে একটা লাভ লেটার লিখে দিন যার ভিতরে থাকবে, সুখ, শান্তি, আর অধিক কস্ট। যাতে মেয়েটিকে বুঝানো যায়।
শেয়ার করুন বন্ধুর সাথে
Manik Raj

Call
এই মেয়ে এখনো প্রেম-ভালোবাসা আসলেই কি সেটাই
 বুঝেনা বললেও ভূল হবেনা। 
এই কারণেই যে আপনি যখন মেয়েটিকে
প্রেমের অফার দিলেন তখন সে প্রথমেই বলে দিল যে
তাঁর আব্বুকে লাগবে,এখানে মেয়েটিই তো বলতে পারব হ্যাঁ
অথবা না তাহলে এখানে তাঁর অভিভাবককের কথা আনার
কি আছে?

আবার এটাও বলল যে যদি আপনি দ্বিতীয়বার মেয়েটিকে
কোনো কিছু বলেন তাহলে তাঁর আম্মুর কাছে বলে দিবে।
কি আশ্চর্য ব্যাপার!
কথা হচ্ছে মেয়ের সাথে আর মেয়ে বলে তাঁর আব্বু আম্মুর কাছে
তাঁর সাথে কথা বললে অভিযোগ করবে।
এইটুকু মেয়ের সমস্যার সমাধান নিজেই করতে পারেনা?
কয়েকটা কথার ব্যাপার মাত্র। 

মেয়েটির মধ্যে এখনো কোনো মানুষকে শান্তনা দেওয়ার মতো
জ্ঞান-শক্তি মাথায় আসেনি,তাই আপনার সাথে সে ভালো
কোনো কথা বলতে পারলনা।
আপনাকে কোনোরকম শান্তনাও দিতে পারলনা।
এই মেয়েকে কোনোরকম ডিস্টার্ব অথবা কোনোরকম চিঠি
পত্র দিবেননা এতে হিতে বিপরীত হতে পারে।
যাই দিবেন সবকিছুই প্রকাশ করে দিবে এতে আপনার সমস্যাও
হতে পারে।
আপনি যদি আমাকে প্রশ্ন করেন তাহলে উত্তরটি তো আমাকেই দিতে হবে,
সেখানে আমার উত্তর দেওয়ার জন্য আমি অন্যজনকে আনব কেনো...?
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ