আমার ওয়াইফাই রাউটারে কয় জন চালাচ্ছে বা কানেক্ট আছে তা বুঝব কিভাবে
শেয়ার করুন বন্ধুর সাথে

রাউটার সেটিংস থেকে সবকিছু দেখতে ও নিয়ন্ত্রন করতে পারবেন। বিস্তারিত রাউটারের ম্যানুয়ালে দেয়া আছে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

কে কে আপনার ওয়াইফাই ব্যবহার করছে তা আপনি জানতে পারবেন। 

প্রথমে আপনি যে কোনো ব্রাউজারে যান রাউটার অনুযায়ী (যেমন: TP-LINK হলে 192.168.0.1) লিখুন। তারপর লিখুন:

Username: admin

Password: admin

আসলে যেকোনো রাউটারের ডিফল্ট ইউজারনেম ও পাসওয়ার্ড হলো admin তবে admin লিখতে হবে সবগুলো ছোট হাতের অক্ষরে। তারপর লগিন করুন। DHCP বাটনে ক্লিক করুন তারপর DHCP Clients List এ ক্লিক করুন আর দেখুন কে কে আপনার ওয়াইফাই ব্যবহার করছে। ধন্যবাদ.....

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ