ভেরিফিকেশ করতে প্রয়োজনীয়উপকরণঃ *২ টি মোবাইল। (১টি ফেইসবুক Use এর জন্য এবং আরেকটি ছবি তোলার জন্য) *একটি সাদা খাতা। *একটি কলম। কার্যপদ্ধতিঃ ক্যাপচা এন্ট্রি করার পর যে ফটোটা আসবে তার নাম খাতায় লিখে রাখুন। ধরুন ধানের ক্ষেতে একটি কাকতাড়ুয়ার একটি ছবি এসেছে। আপনি খাতায় লিখুন”"ধানের মাঠে কাকতাড়ুয়া”"। এরপর এর পাশে ফেসবুক ছবিটা দিয়ে যেসব লোকের নাম দিয়েছে তাদের নাম পরিষ্কার করে লিখে ফেলুন। অথবা,মোবাইলে সেই ফটো টা তুলে সেই ফটো নাম্বার টা খাতায় লিখে উল্লেখিত ৬ জনের নাম সুন্দর করে লিখুন। এভাবে প্রতিটা ফটোর নাম এবং ফেসবুকের দেয়া নামগুলো খাতায় লিখতে থাকুন। একবার ফটো ভেরিফিকেশন চেষ্টা করার পর কমপক্ষে দশ মিনিট পর আবার ফটো ভেরিফিকেশন করার চেষ্টা করবেন। এবং উপরে উল্লেখিত নিয়মে খাতায় সব লিখে রাখুন। এভাবে চেষ্টা করতে থাকলে দেখবে যে ফেইসবুক আবার সেই পূর্বের ছবিগুলোই দিচ্ছে। ফেসবুকের দেয়া লোকের নাম এবং খাতায় লেখা লোকের নামের দিকে তাকালেই বুঝতে পারবেন , তবে লক্ষ্য করলেই দেখবেন যে,পরে একই ছবি দিলেও তার মধ্যে ১ টি নামের মিল রয়েছে। সুতরাং ঐ নাম OK টি করে Submit করুন। এ ভাবে ৬ টি ছবি Submit করার পর Password Change করতে বলবে & ID টি আগের মত OK হয়ে যাবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ