স্বাভাবিক ভাবে বিড়াল আমাদের চেয়ে ৬গুন কম আলোতেও দেখতে পায়। এর কারণ হচ্ছে তাদের চোখে থাকা টেপেটাম লুসিটাম যার অর্থ উজ্জ্বল কার্পেট। আর এর কারণেই তারা রাতে দেখতে পায়। এটি হচ্ছে এক ধরনের ঘন প্রতিক্ষেপক ঝিল্লি যেটি রেটিনার পিছনে থাকে। আলো রেটিনার মধ্য দিয়ে গিয়ে টেপেটাম লুসিটামকে আঘাত করে এবং প্রতিফলিত হয়ে রেটিনা দিয়ে ফিরে আসে। বস্তুর ছবিটি রেটিনাতে দ্বিতীয় বার আলোকিত হয়। এই কারণে রাতে বিড়াল এবং অন্যান্য নিশাচর প্রাণীদের চোখে আলো পড়লে উজ্জ্বল দেখায় এবং তারা অন্ধকারেও পথ চলতে পারে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ