আমরা মধ্যবিত্ব পরিবারের যারা আছি তারা অনেকে ল্যাপটপ ব্যবহার করি । যাদের অ্যাপল এর ম্যাকবুক কিনার সামর্থ নাই । কিন্তু এই Mac Operating System এর Snow Leopad অপারেটিং সিস্টেম ইন্টেল পিসিতে দেয়ার জন্য কিছু পদ্ধতি আছে যা ইন্টারনেট ঘেটে সামান্য কিছু তথ্য পাইছি যা দিয়ে দিতে পারছি না । আমার কাছে Snow Leopad 10.6.9.iso আছে । কিন্তু কিভাবে সেটা আমার ননম্যাক ল্যাপটপে দিব বুঝতেছি না ।
শেয়ার করুন বন্ধুর সাথে
Call
* আপনার লাগবে একটি হ্যাকিনটোশ... মানে প্যাচ করা ম্যাক ও এস এক্স ইন্সটলেশন বুটেবল ডিভিডি। আমি ব্যবহার করেছি Kalyway 10.5.2 DVD যেটা টরেন্ট থেকে নামাতে হবে। চাইলে iDeneb 10.5.5 করা যায় কিন্তু সেটা আমি ট্রাই করিনি।
* লাগবে gparted লাইভ সিডি। এটা দিয়ে কোন পার্টিশনের ফ্লাগ পরিবর্তন করা যায়।
* tboot / chain0 নামে দুটি যে কোন একটি ফাইল।
* ৫১২ মে বা র্যা/ম।
* কোন পার্টিশন সফটওয়্যার যেমন PartitionMagic 8।

ইন্সটলেশন শুরু করা যাক
১. পিসিকে Kalyway ডিভিডি দিয়ে বুট করান। দরকার পড়লে বায়োস সেটিংস চেঞ্জ করে।
২. যখন "Starting Mac OS X Installer" দেখাবে তখন F8 চাপুন।
৩. লিখুন -v এবং এন্টার দিন। কিছুটা সময় লাগবে।
৪. সমস্ত লেখা চলে যাবে এবং ভাষা সিলেক্ট করতে বলবে (language selection screen)। ইংরেজি সিলেক্ট করুন।
৫. Welcome box দেখাবে। এখনি Continue তে ক্লিক করবেন না। মেনু থেকে Utilities-এ ক্লিক করুন এবং সেখান থেকে Disk Utility সিলেক্ট করুন।
৬. এখন যে পার্টিশনে ম্যাক ইনস্টল করবেন সেটা সাইডবার থেকে সিলেক্ট করুন। আমার ক্ষেত্রে ২য় হার্ডডিস্কের প্রথম ১৫ গেবা এর প্রাইমারী পার্টিশন।
৭. সিলেক্ট করার পর Erase ট্যাব ক্লিক করুন।
৮. মেনু থেকে Mac OS X (Journaled) সিলেক্ট করুন।
৯. কোন একটা বোধগম্য নাম দিন যেমন "mac", "leopard" বা "osx" (যতিচিহ্ন ছাড়া) স্পেস ব্যবহার করবেন না।
১০. Erase এ ক্লিক করুন এবং পপ-আপ আসলে সেটাতেও Erase ক্লিক করুন। কিছুক্ষনের মধ্যেই পার্টিশন তৈরী হবে।
১১. Disk Utility থেকে বেরিয়ে আসুন (উপরের কোনার লাল বোতামে চাপ দিন)। Welcome screen এ ফেরত আসবেন।
১২. Continue এ ক্লিক করুন এবং Agree তে ক্লিক করুন।
১৩. Installation Destination screen আসবে। এখানে সদ্য তৈরী করা পার্টিশনে ক্লিক করুন। এরপরে continue চাপুন।
১৪. পরবর্তী স্কিনে Customize এ ক্লিক করুন। এখানে কিছু এক্সট্রা প্রোগ্রাম আছে যা আপনি ইন্সটল করতে পারেন। এর মধ্যে Adium চ্যাট মেসেঞ্জার আমার ফেবারিট। আর কিছু না করলেও চলবে।
১৫. শেষ হয়ে গেলে Done এ ক্লিক করন। এখন মূল ইন্সটল স্ক্রিনে install এ ক্লিক করুন। মিডিয়া চেক (ডিভিডি) করা শুরু করবে। চাইলে এটা অমিট করতে পারেন তবে তা না করাই মনে হয় ভাল।
১৬. মিডিয়া চেক শেষ করে ইন্সটলেশন শুরু হবে।
১৭. ইন্সটলেশন শেষ হবার পরে ক. যদি Kalyway DVD এখনো ঢুকানো থাকে এবং আপনি সিডি থেকে বুট না করেন তাহলে ম্যাক এ ঢুকতে পারবেন। খ. যদি Kalyway DVD না ঢুকানো থাকে তবে আপনি ম্যাক থেকে বুট হলেও হতে পারে কিন্তু উইন্ডোজ থেকে এখনো বুট হবে না। এখন পালা উইন্ডোজকে ফিরিয়ে আনার।
উইন্ডোজ ফিরিয়ে আনুন
১. GParted লাইভ সিডি ড্রাইভে ঢুকান।
২. উইন্ডোজের পার্টিশন সিলেক্ট করুন। রাইট-ক্লিক করুন এবং Manage Flags এ ক্লিক করুন।
৩. যদি বুট চেক করা না থাকে চেক করুন।
৪. ম্যাকের পার্টিশন সিলেক্ট করুন। রাইট-ক্লিক করুন এবং Manage Flags এ ক্লিক করুন। যদি বুট চেক করা থাকে আনচেক করুন।
৫. রিবুট করলেই উইন্ডোজ চলে আসবে। এখন সময় ডুয়াল বুট ঠিক করার।

ডুয়াল বুট...
দুইভাবে ডুয়াল বুট করা যায়। tboot বা chain0 দিয়ে। আমি tboot ব্যবহার করি।
০. tboot/chain0 ফাইল টা c: তে কপি করুন।
১. সি ড্রাইভ থেকে boot.ini ফাইল ওপেন করুন। (Read Only থাকলে Properties থেকে Read Only আনচেক করুন)
২ক. tboot এর জন্য শেষ লাইনে যোগ করুন c:tboot="Mac OS X Leopard"
২খ. chain0 এর জন্য শেষ লাইনে যোগ করুন C:chain0="Mac OS X86"

এখন ম্যাক ও এস এক্স এবং উইন্ডোজ একই সাথে চলবে।

বিস্তারিত এখানে


ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ