আমি একটা ছেলেকে ভালোবাসি ও ও আমাকে খুব ভালোবাসে কিন্তু আমাদের বাড়ি থেকে মানছে না,মানবে না কিভাবে বাবা মা কে বোঝাবো আর বাবা মা আমাদের কথা মানবে ? আমি জাকে ভালোবাসি সেও তার বাবা মা কে বলেছে কিন্তু মানছে না কি কাজ করলে দুজনেরি বাবা মা রাজি হবে?
শেয়ার করুন বন্ধুর সাথে

যেহেতু দুজনেরই বাবা-মা সর্ম্পক মেনে নিচ্ছে না বা নেবেনা। সেক্ষেত্রে আপনাদের উচিত রিলেশান ব্রেক-আপ করে ফেলা। যদিও এটা অনেক কষ্টকর হবে। তারপরেও ব্রেক আপ করাটা জরুরী। কেননা, বাবা মায়ের অবাধ্য সন্তান কখনো সুখী হতে পারেনা।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ