Unknown

Call

Whatsapp এর মেয়াদ বাড়াতে নিচের তিনটা কাজ করতে পারেনঃ ১। আপনার বন্ধুবান্ধব কারো আইফোন থাকতে হবে। > আপনার এন্ড্রয়েড অ্যাপ থেকে Whatsapp Account ডিলেট করে Uninstall করে দিন। > আইফোন এর Whatsapp থেকে আপনার ফোন নাম্বার দিয়ে রেজিস্টার ও ভেরিফাই করুন। এবার আইফোন থেকে Whatsapp Uninstall করুন (এবার শুধু Uninstall করবেন, Account ডিলিট নয়) > Google Play থেকে আবার Whatsapp Install করুন এবং একই নাম্বার থেকে রেজিস্টার করুন। > ব্যস, আপনার মেয়াদ ২০২২ সাল পর্যন্ত বৃদ্ধি পাবে। ২। একই পদ্ধতি Nokia Symbian মোবাইল থেকে করলে আপনি Lifetime মেয়াদ পাবেন। ৩। আর এমনিতেও আপনার মেয়াদ শেষ হওয়ার কিছুদিন পর (২/৩ দিন) আপনার Inactivity দেখে Whatsapp এমনিতেই কিছু মাস মেয়াদ বাড়িয়ে দেয়। আপনি যাতে অন্য কোনো মেসেঞ্জারের দিকে ঝুঁকে না পড়েন সেজন্যই এমনটা করা হয়।

Talk Doctor Online in Bissoy App

ভাই Whats Apps এর মেয়াদ সিমে হয় না। যখনই মেয়াদ শেষ হবে তখনই প্লেষ্টোর থেকে আপডেড করে নিবেন। আবার এক বছর মেয়াদ বেরে যাবে ।

Talk Doctor Online in Bissoy App