একটি হ্যান্ডসেটে দুটি Whatsapp একাউন্ট ব্যাবহার করা যায় কিভাবে....? আমার হ্যান্ডসেটের নাম: Symphony Xlporer w95
Share with your friends

আজ একটা টিপস শেয়ার করব যার মাধ্যমে আপনারা একটা এন্ড্রয়েড ফোনে একইসাথে ২ টা Whatsapp ID চালাতে পারবেন। আমরা সবাই জানি যে, সাধারণত একটা ফোনে শুধুমাত্র একটা Whatsapp ID চালানো যায় কিন্তু আমরা ইচ্ছা করলেই একইসাথে ২টা Whatsapp ID চালাতে পারব। কথা না বাড়িয়ে চলুন কাজে নেমে পড়িঃ ১. প্রথমে OGWhatsapp টা ডাউনলোড করে নিন। ২. এবার মূল whatsapp এর সবকিছু Backup নিন যেন কোন কিছু হারিয়ে না যায়। ৩. Whatsapp Uninstall করুন। ৪. SD card/Whatsapp এই ফোল্ডারটা রিনেইম করুন SD card/OGWhatsapp এ। ৫. এবার OGWhatsapp ইন্সটল দিন। ৬. আগের নাম্বার মানে প্রথম নাম্বার দিয়ে ঠিকঠাক সেটাপ দিন। ওকে এভাবে আমাদের একটা আই,ডি এর কাজ হয়ে গেল। এবার আসি দ্বিতীয় আই,ডি টি কিভাবে ইন্সটল করবো সেই ব্যাপারে। ১. এখন আপনি সরাসরি গুগোল প্লে থেকে অফিসিয়াল Whatsapp Install দিন। ২. নতুন বাঁ আপনার দ্বিতীয় নাম্বার দিয়ে একাউন্ট খুলুন। এবং নিয়ম অনুযায়ী একটিভ করুণ ৩. WELL DONE আপনি ২টা একাউন্টই খুলে ফেলেছেন !!

Talk Doctor Online in Bissoy App
Junait

Call

Parallel Space...   অ্যাপ ব্যাবহার করে

একই হ্যান্ডসেটে দুটি what's apps একাউন্ট

ব্যাবহার করতে পারবেন। 

Talk Doctor Online in Bissoy App