সিএসসি মানে হল প্রোগ্রামিং, প্রোগ্রামিং-এ ভালো না হলে CSE এর কথা চিন্তা করো না. 

সিএসইতে নন প্রোগ্রামিং অনেক জব আছে কিন্তু সেগুলোতে বেতন কম. যদি মাসে লাখের উপর কামাতে চাও তোমাকে প্রোগ্রামিংয়ে বস হতে হবে. তারমানে ম্যাথ এ তোমারে বাপেও বাপ হতে হবে. আমার ক্লাসমেটদের অর্ধেকই সিএসসি কে সহজ মনে করে আসছিল আমার কাছে সহজ মনে হয় কারন আমি ম্যাথ এ ভালো ভার্সিটির চারটা বছরে এমন কোন দিন নাই যে ওরা কান্দে নাই এবং আফসোস করে নাই সমস্ত ভার্সিটিতে সবচেয়ে high-ranking সাবজেক্ট হলো সিএসই এবং অনেক বেশি IQ না থাকলে আপনি এই সাবজেক্টে ভালো কিছু করতে পারবেন না ICPC র মতো প্রোগ্রামিং কনটেস্ট গুলোতে সারা বছর পরিশ্রম করা লাগে।

 আমার ভালো লাগে কিন্তু ম্যাথ এ খারাপ হলে নাকের জল, চোখের জল এক হয়ে যাবে আপনি পড়ুয়া হলে সমস্যা নেই কিন্তু সিএসইতে এসে প্রেম করার টাইম পাবেন না বলে রাখলাম. দিনে দশ-বারো ঘণ্টা না পড়তে পারলে এখানে আইসেন না, পয়সা কামাতে পারবেন না.

Talk Doctor Online in Bissoy App