দুই মাস আগে সেক্স করেছেন এবং এক সপ্তাহ পরে মাসিক হয়েছে৷ তাই কোন চিন্তার কারন ছিলনা ৷ কারন মাসিক হলে গর্ভবতী হবার সম্ভাবনা নেই ৷ তবে মনে মনে ভয় পেয়েছেন এবং মানসিক চাপে ছিলেন বলে মাসিক স্রাব বন্ধ হয়ে গেছে ৷ এজন্য প্রেগন্যানসি টেস্ট না করে এমএমকিট সেবন করা মোটেই ঠিক হয়নি৷ কারন এমএমকিট কেবল জরায়ুর উপর কাজ করে ৷ এই ঔষধ জরায়ুর সংকোচন প্রসারণ বৃদ্ধি করে জরায়ুর ভিতরে থাকা ভ্রুন তথা বেবি বের করে দেয়৷ এখন কথা হলো-  জরায়ুতে যদি বেবি না থাকে তাহলে জরায়ু থেকে কি বের হবে? আর ঔষধের ক্রিয়ার কারনে জরায়ুর সংকোচন প্রসারণ হয় বলে তলপেটে ব্যথা হবে ৷ এটাই স্বাভাবিক ব্যাপার ৷ আর এমএমকিট সেবন করার কারনে নারী দেহে হরমোনের ভারসাম্য কিছুটা নষ্ট হয়ে যায় ৷ তাই মাসিক স্রাব কয়েক মাস অনিয়মিত হয়ে থাকে ৷ এজন্য টেনশন করার কোন কারন নেই ৷ নিশ্চিন্তমনে থাকেন ৷ কারন যত বেশি মানসিক চাপ নিবেন মাসিক স্রাব তত বেশি পিছিয়ে যাবে ৷ আশা করি বুঝতে পেরেছেন ৷ ধন্যবাদ আপনাকে গোপন সমস্যাটি শেয়ার করার জন্য ৷ 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ