MM- Kit ( এমএমকিট ) হচ্ছে অনাকাঙ্ক্ষিতভাবে হওয়া গর্ভ সঞ্চার নষ্ট করার বা গর্ভপাত ঘটানোর ঔষধ৷ এখানে দুটো MM এর মানে হচ্ছে -  ১ম M - Mifepristone ( 200mg):  এটা Progesterone Antagonist, intracellular Progesterone receptor কে Bind করে এবং Comptitively Inhibits ৷  ২য় M- Misoporostol (200cmg) :  এটা Prostaglanding E1 receptor কে Synthesis করে৷  কাজ: Fetal period এ ৯ সপ্তাহ বা  সর্বোচ্চ ২মাস মাসিক বন্ধ থাকার ক্ষেত্রে ব্যবহার করা হয়৷ অনেক সময় incomplete abortion ( অসম্পূর্ণ গর্ভপাত) এর ক্ষেত্রে গাইনিকোলজিস্ট সার্জনগণ এটা প্রেসক্রিপশন করে থাকেন৷  বর্ণনা : এমএমকিটের এক প্যাকেটে মোট ৫টি ট্যাবলেট থাকে৷ এর দাম ৩০০টাকা৷ বক্সে ১টি নীল রংয়ের ট্যাবলেট এবং ৪টি সাদা ট্যাবলেট থাকে ৷  নীল রংয়ের ট্যাবলেটটি ১ম দিন রাতে শোয়ার সময় খেতে হয় ৷ এটি খাওয়ার ২৪ ঘন্টা পর সাদা রংয়ের ৪টি ট্যাবলেট খেতে হয়৷ দুই ধরনের ট্যাবলেট খাওয়ার ২৪ ঘন্টার মধ্যেই ঔষধের কার্যকারিতা শুরু হয়ে যায় ৷  সমস্যা: এমএমকিট সেবন করলে জরায়ুতে সংকোচন প্রসারণ বৃদ্ধি পায় বলে প্রচুর পেট ব্যথা হতে পারে৷ এছাড়া ফিটাস জরায়ু থেকে বের হয়ে আসে বলে জরায়ুতে রক্তক্ষরণ শুরু হয়ে থাকে৷ এই রক্ত যথা সময়ে বন্ধ না হলে রোগীর রক্ত শূন্যতা সৃষ্টি হতে পারে, রোগীর রক্তচাপ নেমে যেতে পারে, বমি হতে পারে, সর্বোপরি ইনফেকশন হতে পারে৷  পরবর্তী সময়ে সমস্যা: কয়েক মাস মাসিক নিয়মিত না হয়ে অনিয়মিত হতে পারে৷ কারো কারো ক্ষেত্রে বেবি কনসেপ্ট করতে সমস্যা হয়ে থাকে৷  কিছু কথা: পেটের ব্যাথা ত্বরান্বিত করতে এখানে Anti-spasmotic কার্যকরী ভূমিকা পালন করে না৷ সেক্ষেত্রে Analgesic Naproxen এবং PPI দেওয়ার গাইড লাইন রয়েছে৷ তাছাড়া অতিরিক্ত রক্তপাত বন্ধ করার জন্য ট্রানেক্সেমিক এসিড বা মিথাইল আরগোমেট্রিন মেলিয়েট ব্যবহার করা যেতে পারে৷ সতর্কতা : অনেকেই সঠিক নিয়মে না খেয়ে বা নিয়মানুযায়ী খেয়ে life thearting কন্ডিশন চলে যায়৷ আবার কেউ কেউ গর্ভপাত সফল হয়নি মনে করে পরপর দুই বার সেবন করে যা মোটেই ঠিক নয় ৷ আবার এই ঔষধ কেবল জরায়ুর উপর কাজ করে বলে জরায়ুতে ভ্রুন থাকলে গর্ভপাত ঘটাতে পারে ৷ জরায়ুর বাইরে থাকলে বা একটোপিক প্রেগন্যানসির ক্ষেত্রে এমএমকিট কোন কাজ করতে পারে না ৷ সেক্ষেত্রে ডিএন্ডসির মত কষ্টকর সার্জারির প্রয়োজন হয়ে থাকে ৷ তাই আলট্রাসনোগ্রাফি করে ভালো ভাবে বেবির অবস্থান জেনেই এমএমকিট খাওয়া উচিত ৷  সবশেষ কথা: বাসা বাড়িতে এমএমকিট সেবন করে জীবনকে ঝুকিতে ফেলবেন না৷ কারন সবসময় নিজে নিজে ডাক্তারি করা বিপদের সম্ভাবনা বাড়িয়ে দিতে পারে ৷ তাই অভিজ্ঞ গাইনি চিকিৎসকের পরামর্শ নিয়েই সেবন করা উচিৎ৷

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ