শেয়ার করুন বন্ধুর সাথে

থিম হলো এক ধরনের ডুকোমেন্ট যেটি কোড বা ফাইল এড করে তৈরি করা হয় । থিম এড বা পরিবর্তনের সাথে একটি সাইট এর দৃশ্যমান রূপ পাল্টে যায় যা একজন দর্শক ওয়েব ব্রাউজার এর মাধ্যমে দেখায় । একটি থিম আপনার ওয়েবসাইট এর বিন্যাস( লে-আউট) , রঙ এবং ডিজাইন পাল্টে দিতে পারে । হাজার থিম আছে যার প্রত্যেকটি যেকোনো ওয়েবসাইট কে একেবারে আলাদা রূপে উপস্থাপন করতে পারে । থিম এর কাজ কি ? থিম মূলত সাইট এর ডাটাবেস থেকে ডাটা সংগ্রহ করে ব্রাউজারের মাধ্যমে দর্শকের জন্যে উপস্থাপন করে। যখন আপনি থিম তৈরি করছেন তখন আসলে আপনি কিভাবে দর্শকের সামনে ডাটা উপস্থাপন করতে চাইছেন তার ব্যাপারে নির্দেশনা তৈরি করেন । থিম দিয়ে আপনার সাইটে লে-আউট ইচ্ছে মত তৈরি করতে পারেন, লে-আউট হতে পারে স্ট্যাটিক অথবা লিকুইড, এক কলামের যেমনঃ বা একাধিক কলামের, এটি হতেপারে গ্রিড বিভক্ত অথবা ডিভাইস রেস্পন্সিভ। আপনার ওয়েবসাইট এর বিষয় বস্তু কি ভাবে এবং ঠিক কোন জায়গায় উপস্থাপিত হবে সেই নির্দেশনা দিতে পারেন । আপনি ঠিক করে দিতে পারেন আপনার সাইট এর বিষয় বস্তু কিংবা কোন লেখা দর্শকের কোন বিশেষ কর্মকাণ্ডের মাধ্যমে বা ফল হিসেবে বিশেষ ভাবে উপস্থাপিত হবে, অথবা কোন বিশেষ ডিভাইস এ বিশেষ রূপে দেখানো হবে। আপনি পছন্দ মত টাইপগ্রাফি যুক্ত করে আপনার সাইটের এর বিষয় বস্তুকে ফুটিয়ে তুলতে পারেন । আপনি নিজস্ব CSS এর সাহায্যে ইচ্ছে মত ডিজাইন এর দৃশ্যমান রূপ তৈরি করে নিতে পারেন। মিডিয়া ব্যাবহারের মাধ্যমে পছন্দ মত ছবি, ভিডিও যুক্ত করতে পারেন । থিম প্রকৃতপক্ষে অনেক শক্তিশালী, কিন্তু একটি ভাল ওয়েবসাইট এর রঙ কিংবা ডিজাইনের চাইতে এর বিষয় বস্তুর সাথে দর্শক কতোটুকু সম্পৃক্ত হতে পারছে তার বিবেচনায় বিবেচ্য হয়, মূলত সাইটের বিষয় বস্তুর উপস্থাপনার সাথে দর্শকের সম্পৃক্ত হওয়ার প্রবণতাই এর সফলতার মান নির্ণায়ক ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ