শেয়ার করুন বন্ধুর সাথে

ওয়ার্ডপ্রেস সাইটের প্রাণ হল থিম। একটি ওয়ার্ডপ্রেস সাইটে কি কি ফিচার থাকবে এবং ডিজাইনটা কেমন হবে টা নির্ভর করে থিমের উপর। ওয়ার্ডপ্রেস থিম একটি এক্সটারনাল ফাইল, যা ওয়ার্ডপ্রেস ইন্সটল করার পরে আপলোড করতে হয়। ওয়ার্ডপ্রেস ইন্সটল করার সময় ওয়ার্ডপ্রেসের ২-৩ টি ডিফল্ট থিম দেয়া থাকে, যা আপনার চাহিদা মেটাতে অক্ষমও হতে পারে কিংবা সেগুলির ডিজাইন আপনার কাছে নাও পছন্দ হতে পারে। তাই আপনাকে ব্যবহার করতে হবে এক্সটারনাল থিম, যা আপনি কোনো থিম ডেভেলপার এর কাছ থেকে বানিয়ে নিতে পারেন অথবা ইন্টারনেট থেকে সংগ্রহ করতে পারেন। ইন্টারনেটে থিম কিনতে পাওয়া যায়, যেখানে বাঘা বাঘা ডেভেলপাররা থিম তৈরি করে বিক্রির জন্য রেখেছেন। অথবা অনেকে ফ্রিতে থিম দেয়, যেমন ওয়ার্ডপ্রেসের নিজস্ব থিম ডাইরেক্টরি থেকে ১৯৪৬ এর অধিক থিম ফ্রিতে ডাউনলোড করতে পারবেন এবং আপনার সাইটে ব্যবহার করতে পারবেন। ওয়ার্ডপ্রেস থিম ডাইরেক্টরি এখানে ওয়ার্ডপ্রেসের এই থিম ফিচারটি থাকার ফলে ওয়েবসাইটকে মনের মত সাজিয়ে তোলা যায় এবং বিভিন্ন ফিচার তৈরি করা যায়। যা অবশ্যই একটি ইউজার ফ্রেন্ডলি।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ