শেয়ার করুন বন্ধুর সাথে

সাধারণত ব্যবসায়ী, চাকরিজীবী বা অন্য পেশাজীবী, যাঁদের আয় আছে এবং বৈধ টিন (ট্যাক্স আইডেনটিফিকেশন নম্বর) আছে, তাঁরা ক্রেডিট কার্ড পাওয়ার জন্য আবেদন করতে পারেন | কার্ড প্রদানকারী প্রতিষ্ঠানগুলো সাধারণত গ্রাহকের মাসিক আয়ের ভিত্তিতে কার্ডের সীমা নির্ধারণ করে থাকে | সর্বনিন্ম মাসিক বেতন ১৫০০০ টাকা | ক্রেডিট লিমিট আপনার মাসিক বেতনের দুই থেকে তিন গুন পর্যন্ত হয়ে থাকে, তবে বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুযায়ী কোনো রকম জামানত ছাড়া একটি ক্রেডিট কার্ডের লিমিট বা টাকা খরচ করার সীমা সর্বোচ্চ পাঁচ লাখ টাকার বেশি হতে পারবে না | ক্রেডিট কার্ড পেতে হলে সাধারণত আপনি যেখানে কাজ করছেন সেখানে অন্তত ৬ মাস ধরে আছেন এমন হতে হবে | ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো সাধারণত একজন ব্যক্তির আর্থিক সচ্ছলতা এবং সামাজিক অবস্থান বিবেচনা করে এ কার্ড সরবরাহ করে থাকে | এ কারণে ব্যক্তির ক্ষেত্রে ক্রেডিট লিমিট হয়ে থাকে ভিন্ন ভিন্ন অঙ্কের | কার্ডহোল্ডার তাকে দেয়া লিমিট অনুযায়ী বাকিতে নির্ধারিত অঙ্কের কেনাকাটা করতে পারে এবং একটি নির্দিষ্ট মেয়াদের মধ্যে সে টাকা ব্যাংককে পরিশোধ করার সুযোগ থাকে | এই মেয়াদ সাধারণত ১৫ দিন থেকে ৪৫ দিন পর্যন্ত হয়ে থাকে |

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ