লোকাল এরিয়া নেটওয়ার্ক (LAN)   স্বল্প পরিসরের কম্পিউটার নেটওয়ার্কিং হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক । অফিস , বাসা কিংবা কোন একটি বিল্ডিংয়ে সবগুলো কম্পিউটারের মাঝে যোগাযোগ স্থাপন করা হয় তাই লোকাল এরিয়া নেটওয়ার্ক ।

Talk Doctor Online in Bissoy App

LAN (Local Area Network) : লোকাল এরিয়া নেটওয়ার্ক (Local Area Network), একে সংক্ষেপে ল্যান (LAN) বলা হয় । একই বিল্ডিং এর মাঝে কয়েকটি কম্পিউটার নিয়ে গঠিত নেটওয়ার্ককে বলা হয় লোকাল এরিয়া নেটওয়ার্ক (Local Area Network) এই ধরনের নেটওয়ার্কের গঠন খুব সহজ , এর্ং এর জন্য ব্যবহৃত ডিভাইস সমুহের দাম খুব কম । এই ধরনের নেটওযার্কে ব্যবহৃত ডিভাইস সমুহ হল হাব, সুইচ , রিপিটার । আমাদের দৈনন্দিন জীবনে আমরা লোকাল এরিয়া নেটওয়ার্ক বা LAN ই ব্যবহার করে থাকি। ছোট-মাঝারি অফিস-আদালত ও ব্যবসা-বাণিজ্যে এ নেটওয়ার্ক ব্যবহৃত হয়। এর মূল উদ্দেশ্য থাকে ডিভাইসসমূহের পরস্পরের মধ্যে তথ্য এবং রিসোর্স শেয়ার করা। ছোট-মাঝারি অফিসে LAN তৈরি করে প্রিন্টার, মডেম, স্ক্যানার, ইত্যাদি ডিভাইসের জন্য সাশ্রয় করা যেতে পারে।

Talk Doctor Online in Bissoy App