শেয়ার করুন বন্ধুর সাথে

কোনাে ব্যক্তির নিকটবর্তী বিভিন্ন ইনফরমেশন টেকনােলজি ডিভাইসের মধ্যে তথ্য আদান প্রদানের নেটওয়ার্ক সিস্টেমকে PAN বলে। প্যান এর ব্যপ্তি বা পরীসীমা সীমিত সাধারণ 10 meter এর মধ্যে সীমাবদ্ধ। ল্যাপটপ, পিডিএ, বহনযােগ্য প্রিন্টার, মােবাইল ইত্যাদি PAN এ ব্যবহৃত ইনফরমেশন টেকনােলজি ডিভাইস এর উদাহরণ। বাড়ী, অফিস, গাড়ী কিংবা জনগণের জন্য উন্মুক্ত যে কোন জায়গায় PAN তৈরি করা যেতে পারে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ