১/ গোসল করার পরে যদি আপনার চুলকানি দেখা দেয় তবে স্নানের সময় আপনি পরেন এমন কিছুতে অ্যালার্জি থাকতে পারে। যেমন; সাবান, শ্যাম্পু বা অন্যান্য টয়লেটরিজ। এছাড়া ময়লা পানিতে গোসল করলেও গা চুলকানি হতে পারে । ২/ জীবাণু ময়লা, ব্যাক্টেরিয়া ইত্যাদিযুক্ত পানিতে গোসল করলে।কয়েকদিন পরপর গোসল করলেও এমন হয়। ৩/ এটা এলার্জির কারনে এরকম হচ্ছে।আপনি গোসলের পর সম্পূর্ন শরীরে নারকেল তেল ব্যবহার করবেন এভাবে কয়েক দিন দিন দেখবেন কমে যাবে।আর চেষ্টা করবেন প্রতিদিন গোসল করতে ও পরিস্কার থাকতে । ৪/ এলার্জির জন্যে এমন টা হয়ে থাকে। আপনি গোসলের পর নিমপাতা সিদ্ধ করা পানি দিয়ে শরির ধুয়ে নিবেন ১ মাস আশা করছি এই প্রবলেম থেকে মুক্তি পাবেন। এর পর ও প্রবলেম থাকলে হোমিওপ্যাথি চিকিৎসা নিবেন । ৫/ এটি ভূল ধারনা যে শুধু গরুর মাংস, ইলিশ মাছ খেলেই এলার্জী হবে আর শুধু চুলকানিই যে এলার্জী । অনেক সময় পানিতে কালো এক প্রকার আইরন থাকে যা সাধারণ আইরণ এর মত হলদেটে বা লাল রং এর নয় তাই স্বাভাবিক ভাবেই এটি খালি চোখে দেখা যায়না । এটি দেখার জন্য পরিস্কার কাচের পাত্র/ গ্লাস/কোল্ড ড্রিংকস এর প্লাস্টিক ও কাঁচের বোতল পানি ভরে ২দিন রাখুন । দেখবেন নিচে কালো দাগ হয় কিনা অথবা বালুর মত কালো কোন কিছু নরাচরা করে কিনা । তাহলে বুঝবেন পানিতে কালো আইরন আছে এটা শরীরে লাগলে শরীর চুলকায় । আর এলার্জী মানে হচ্ছে দেহের বিপরীত প্রতিক্রিয়া । প্রশ্নটি করার জন্য ধন্যবাদ!

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ