শেয়ার করুন বন্ধুর সাথে

পাট চাষের উপযোগী মাটির বৈশিষ্ট্য হলো- ব্রহ্মপুত্র, যমুনা, মেঘনা প্রভৃতি নদ- নদীর পলিবাহিত উর্বর সমতল ভূমিতে পাট ভালো জন্মে। - নদীবাহিত গভীর পলিমাটি পাট চাষের জন্য বিশেষ উপযোগী। - দোআঁশ ও বেলে দোআঁশ মাটিতেও পাট ভালো জন্মে। - মার্চ, এপ্রিল ও মে পর্যন্ত প্রতি মাসে সর্বনিম্ন ২৫০ মিমি বৃষ্টিপাতসহ যেখানে বার্ষিক বৃষ্টিপাত ১৫০০ মিমি বা ততোধিক সেখানে পাট ভাল ফলন দেয়। - সাদাপাট নিচুজমি, এমনকি জলাবদ্ধ জমিতেও চাষ করা যায়। কিন্তু জলবদ্ধতা তোষাপাটের জন্য ক্ষতিকর।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ