শেয়ার করুন বন্ধুর সাথে

মৌলিক রাশি ও লব্ধ রাশির পার্থক্য নিচে দেওয়া হলো– যে সকল ভৌত রাশি প্রকাশের জন্য অপর কোনো ভৌত রাশির সাহায্যের প্রয়োজন হয় না তাদেরকে মৌলিক রাশি বলে। অপরদিকে, যে সকল ভৌত রাশিকে সুষ্ঠুভাবে প্রকাশের জন্য একাধিক মৌলিক রাশির প্রয়োজন হয়, তাদেরকে লব্ধ রাশি বলে। SI পদ্ধতিতে মৌলিক রাশি মাত্র সাতটি, কিন্তু লব্ধ রাশি অসংখ্য।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ