শেয়ার করুন বন্ধুর সাথে

কোনো ব্যক্তি, প্রাণী বা ঘটনা সম্পর্কে মনের ভাব সাজিয়ে, গুছিয়ে সুন্দর করে লেখাকে রচনা বলে। রচনা লেখার নিয়ম ১। রচনা লেখার বিষয়টি ভালভাবে চিন্তা করতে হবে। ২। রচনাটির বিষয়টি সহজ, সরল ও বোধগম্য হতে হবে। ৩। রচনা লেখার সময় সাধু ও চলিত ভাষা মিশ্রিত করা যাবে না। ৪। বানান যাতে ভুল না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। ৫। রচনা লেখা শেষ করে কমপক্ষে একবার পড়ে নিতে হবে। রচনার প্রকারভেদ রচনা কয়েক ধরনের হয়। যথা : ১। বর্ণনামূলক রচনা : যেমন– গরু, বিড়াল, কুকুর, চা, ধান, পাট ইত্যাদি। ২। ঘটণামূলক রচনা : স্বাধীনতা দিবস, বিজয় দিবস, নৌকা ভ্রমন ইত্যাদি। ৩। ভাবমূলক রচনা : সত্যবাদিতা, চরিত্র, অধ্যবসায় ইত্যাদি।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ