গণতন্ত্রের অর্থ জনগণের শাসন। আমরা প্রতিদিন বিভিন্ন রকম কাজ করি। এসব কাজ করতে আমাদের অনেক সময় নানারকম সিদ্ধান্ত নিতে হয়। অধিকাংশের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করা এবং সম্মান করাকে বলে গণতান্ত্রিক মনোভাব। বাড়িতে, বিদ্যালয়ে, কর্মক্ষেত্রে সর্বত্রই গণতন্ত্রের চর্চা করা যায়। নিচে কর্মক্ষেত্রে যেভাবে গণতন্ত্রের চর্চা করা যায়। যেমন-

* কর্মক্ষেত্রে সর্বস্তরের সহকর্মীদের মূল্যায়ন করতে হবে। * সর্বস্তরের সহকর্মীদের সঙ্গে যে কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা উচিত। * ফলে সবাই গণতন্ত্রের গুরুত্ব বুঝতে পারবে ও নিজেদের মত প্রকাশে উৎসাহিত হবে। * সবার সঙ্গে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নিয়ে বিভিন্ন প্রতিষ্ঠান তাদের সেবা আরও ভালোভাবে সবার কাছে পৌঁছে দিতে পারবে।

সুতরাং, কর্মক্ষেত্রে প্রতিটি কাজেই সবার মতামতের মূল্যায়নের মাধ্যমে গণতন্ত্রের চর্চা করা যায়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ