গণতন্ত্রের অর্থ জনগণের শাসন। অধিকাংশের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করা এবং সম্মান করাকে বলে গণতান্ত্রিক মনোভাব। আর ১৯৭১ সালে বাংলাদেশের সর্বস্তরের আপামর জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে অর্জিত বাংলাদেশের স্বাধীনতা। আসলে মুক্তিযুদ্ধ আর গণতন্ত্র যেভাবে এক সূত্রে গাঁথা হয়েছিল তা নিচে দেয়া হল-

* পুরুষেরা সরাসরি সম্মুখযুদ্ধে অংশগ্রহণ করেছেন। * অনেকেই গোপনে মুক্তিযোদ্ধাদের সাহায্য করেছেন।

* অনেক নারী প্রশিক্ষণ নিয়ে সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করেছেন। * খাদ্য আশ্রয় এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিস দিয়ে তারা মুক্তিযোদ্ধাদের যুদ্ধ করতে প্রেরণা জুগিয়েছেন। * এ দেশের সব শ্রেণি-পেশার সদস্যরা যুদ্ধে সক্রিয়ভাবে অংশ্রগ্রহণ করেছে।

* একাধিক সদস্য নিয়ে গঠিত মুজিবনগর সরকারের পরামর্শ ও নেতৃত্বে মুক্তিযুদ্ধে আমরা বিজয়ী হই।

সুতরাং, সমগ্র বাংলাদেশের জাতি, বর্ণ নির্বিশেষে সবার মতামত ও অংশগ্রহণের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের মাধ্যমে গণতন্ত্রের বিজয় অর্জিত হয়েছিল।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ