শেয়ার করুন বন্ধুর সাথে

মেনিনজাইটিস রোগটি সংক্রামক অথবা অসংক্রামক হতে পারে । সংক্রামক মেনিনজাইটিস ঘটায় কিছু জীবাণু যারা রক্তপরিবহনের মাধ্যমে দেহে ছড়িয়ে পড়ে মস্তিস্ক বা সুষুম্নাকান্ডে পৌঁছে যায়। এইসব জীবাণু মেনিনজেস ও চারিপাশের তরলে সংক্রমণ ঘটালে সেখানে প্রদাহ ও ফোলাভাব সৃষ্টি হয়। মেনিনজাইটিসের জন্য দায়ী জীবাণুগুলি হল: ব্যাকটেরিয়া - সট্রেপ্টোকক্কাস নিউমোনি, নিসারিয়া মেনিনজাইটিডিস। ভাইরাস - ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, মিসলস (হাম) ভাইরাস, এইচআইভি এবং একোভাইরাস। ফাঙ্গি বা ছত্রাক - ক্যান্ডিডা এলবিক্যান্স, ক্রিপ্টোকক্কাস নিওফর্মানস এবং হিস্টোপ্লাজমা। অসংক্রামক মেনিনজাইটিসের কারণগুলি হল: ক্যান্সার। রাসায়নিক প্রতিক্রিয়া। ড্রাগ এলার্জি। মাথার আঘাত বা মস্তিষ্কে এবসেস (সীমাবদ্ধ প্রদাহ)। লুপাস।