শেয়ার করুন বন্ধুর সাথে

সর্দির প্রধান উপসর্গ হল নাক থেকে ক্রমাগত শ্লেষ্মা ঝরে পড়া। সর্দির সাথে যদি আপনি নিচের দেওয়া উপসর্গগুলি পান, তাহলে একজন কান-নাক-গলা (ই-এন-টি) বিশেষজ্ঞর সাথে পরামর্শ করবেন: শীত করা, অল্প থেকে মাঝারী মাত্রার বুক ব্যথা, জ্বর, মাথায় খুব ব্যথা, ফোসকা, স্বাভাবিকের চেয়ে কষ্টকর, তন্দ্রাচ্ছন্নভাব এবং তার সাথে সর্দি। চোখের নিচে ফোলা, গালে প্রদাহ অথবা ঝাপসা এবং বিকৃত দৃষ্টি। গলায় তীব্র ব্যথা অথবা মুখের ভিতরে (টনসিলের কাছে) সাদা-হলদে রঙের বিন্দু হওয়া। নাকের এক দিক থেকে দুর্গন্ধময় পদার্থ বেড়িয়ে আসা। এই পদার্থটির সাদা বা হলদে ছাড়া একটি বিশিষ্ট রঙ আছে। 7 থেকে 8 দিন ধরে অনবরত কাশির সাথে হলদে, সবুজ বা ঘোলাটে সাদা রঙের শ্লেষ্মা।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ