বেশীরভাগ সময়, অন্তর্নিহিত অবস্থার উপর ভিত্তি করে আরও অন্যান্য উপসর্গর সঙ্গে গলা খুসখুস হয়। একজন ব্যক্তির ঠাণ্ডা এবং হাঁচির সাথে ক্রমাগত কাশি হতে পারে। যদি সাইনাস আটকে থাকে, তাহলে আপনি মুখে এবং মাথায় ভার অনুভব করতে পারেন। চোখ এবং হাত ও পা এর ত্বকেও চুলকানি হতে পারে। যেহেতু একটি অন্তর্নিহিত সংক্রমণের সম্ভাবনা থাকতে পারে, তাই গলা খুসখুসের সমস্যায়ে আক্রান্ত একজন ব্যক্তির জ্বরও হতে পারে। যদি অ্যালার্জির কারণে গলা খুসখুস হয়, তাহলে একজন ব্যক্তির পেটে ব্যাথা, বমি বমি ভাব এবং মাথা ঘুরতে পারে। ত্বকে লাল ফুসকুড়ি বা ব্রণ জাতীয় কিছু হতে পারে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ