শেয়ার করুন বন্ধুর সাথে

১। দীর্ঘদিন ধরে ধূমপানের ফলে।একই সাথে মদ্যপান এবং ধূমপানের ফলে।অনেক ক্ষেত্রে ধূমপান বা মদ্যপান ছাড়াও মাড়িতে ইনফেকশন হবার কারনেও এ ধরনের ক্যান্সার হতে পারে।      ২। মুখের অযত্নের ফলে ব্যাকটেরিয়ার গঠন হয় এবং ব্যাকটেরিয়ার আক্রমনেও ধীরে ধীরে আক্রান্ত স্থানে ক্যান্সার দেখা দেয়।      ৩। দাঁতের অস্বাভাবিক বৃদ্ধির ফলে কোন ইনফেকশনের কারনে।      ৪। অপুষ্টি: ভিটামিন A1 মত উপাদানের অভাব, ভিটামিন B2 এবং ট্রেস উপাদান দস্তা, আর্সেনিক, জীব এর সংবেদনশীলতা মুখের ক্যান্সারের কারণ হতে পারে।      ৫। লিউকোপ্লাকিয়া এবং এরিথ্রোপ্লাকিয়া এর ফলেও মুখের ক্যান্সার হয়।      ৬। আলট্রাভায়োলেট রে এর কারনে দীর্ঘদিন ধরে যারা খোলা পরিবেশে কাজ করেন তাদের মুখের ক্যান্সার হতে পারে।      ৭। লনিজিং রেডিয়েশনের কারনে ডি এন এ এর পরিবর্তন ঘটে মুখ ক্যান্সারে আক্রান্ত হতে পারে।      ৮। ক্রনিক হেপাটাইটিস, সিরোসিস, ভাইরাস ইনফেকশনের ফলে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেলে এধরনের ক্যান্সার হতে পারে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ