শেয়ার করুন বন্ধুর সাথে

আপনার প্রশ্নের উত্তর আমি সরাসরি হ্যা কিংবা না দিতে পারছিনা। পর্যায় সারণিতে ১১৮ টি মৌলের পরে আরো কোনো অতিরিক্ত মৌল যুক্ত হবার সম্ভাবনা আছে কিনা অর্থাৎ নতুন মৌল আবিষ্কার হবে কিনা তা এখনো একটি বিস্তর গবেষণার বিষয়। এ নিয়ে এখন প্রচুর গবেষণা চলমান। তবে অনেকে মনে করেন নতুন মৌল আবিষ্কার হবার সম্ভাবনা রয়েছে। বিজ্ঞানীরা বর্তমানে কিছু হাইপোথিটিকাল মৌলের ধারণা দিয়েছেন। এদের পারমাণবিক সংখ্যা ১১৯ হতে ১৫৭ পর্যন্ত। তবে রসায়নবিদেরা ১২১ হতে পরবর্তী মৌলসমূহকে পর্যায় সারণির Lanthanides এবং Actinides সারির নিচে স্থান দিয়েছেন এবং নামকরণ করেছেন Superactinides সিরিজ হিসেবে। Superactinides সিরিজ যে সারিতে অবস্থিত অর্থাৎ ৮ নং সারির সর্বপ্রথম বা ১১৯ নম্বর মৌলটির নাম দেয়া হয়েছে Ununennium। বিজ্ঞানীরা ধারণা করেন এই মৌলসমূহের সাথে Actinides সিরিজের মৌলসমূহের ধর্মের মিল রয়েছে। তাই এদের নাম রাখা হয়েছে Superactinides। গ্রিক ভাষায় মৌলগুলোর অস্থায়ী নাম রাখা হয়েছে। মৌলগুলোর নাম তাই একটু বিদঘুটে তো অবশ্যই। কোনো স্বীকৃত নাম লাভের আগ পর্যন্ত IUPAC নিয়ম অনুসারে এগুলোই মৌলসমূহের নাম। এ নাম দিতে গ্রিক শব্দ ব্যাবহৃত হয়েছে। অনেক মৌলের নামই প্রথমে এরূপ ছিলো। যেমন বর্তমানের নিহোনিয়াম (১১৩) ও মস্কোভিয়াম (১১৫) এর পূর্ব নাম ছিলো যথাক্রমে Ununtrium এবং Ununpentium। তবে মূল বিষয় হলো এ মৌলগুলো এখনো হাইপোথিটিকাল। এদের এখনো সিন্থেসাইজড ( দুঃখিত এর বাংলা প্রতিশব্দ আমার জানা নেই) করা হয়নি। এদের নিয়ে এখনো অনেক গবেষণার প্রয়োজন। এদের ধর্ম সম্পর্কে বলতে গেলে বিজ্ঞানীরা এখনো অজ্ঞাত। প্রয়োজনীয় গবেষণার পর International Union for Pure and Applied Chemistry (IUPAC) সিদ্ধান্ত নিবে এসব মৌলসমূহের ব্যাপারে। এর আগ পর্যন্ত মৌলগুলোর পরিচয় Hypothetical-ই। আরো বিস্তারিত জানতে Google এ Superactinides লিখে সার্চ করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ