শেয়ার করুন বন্ধুর সাথে

আল-কুরআন আল্লাহর পবিত্রবানী সম্বলিত একটি কিতাব। ইসলামের একমাত্র পবিত্রগ্রন্থ। আল-কুরআনে বিভিন্ন বিষয়, ঘটনা একের অধিকবার বিভিন্ন সূরাতে বলা হয়েছে। কিন্তু এতে মনে খটকা লাগার তেমন কোন কারণ তো নেই। কারণ আল্লাহ কুরানকে নাযিল হয়েছে এমনভাবে যেন :- ১.) মানুষ উপদেশ গ্রহণ করে। ২.) মুমিনদের ঈমান দৃঢ় হয়। ৩.) বিশ্বের সকল সম্প্রদায়ের মানুষ সতর্ক হয়। ৪.) বান্দাদের যেন বিচার-ফসলার মানদন্ড বুজতে পারে। ৫.) বুদ্ধিমানরা যেন কুরানের কথা অনুধাবন করে। ৬.) মানুষ যেন কুরানের আয়াত নিয়ে চিন্তা ভাবনা করে। [ নিচে এর এ সর্ম্পকে আয়াত দেয়া হয়েছে ] তাই কুরানে আখিরাত, কেয়ামত, হাশর, সুদ, ব্যভিচার, শিরক, বিশ্বের সৃষ্টি ইত্যাদি নানান কিছু একাধিকবার বিভিন্ন সূরার বিভিন্ন আয়াতে বর্ননা করা হয়েছে। যেন মানুষ সেসব ভুলে না যায় এবং সর্বদা সতর্ক থাকে। সেগুলো মানুষের হৃদয়ে গেঁথে যায়। মুসলিমদের বারবার কুরান তেলাওয়াত করতে বলা হয়েছে যেন কুরানেরবাণী তাদের মনে মিশে যায়। এতে তারা কখনো পথভ্রষ্ট হবে না। রাসূলুল্লাহ(সা) বলেছেন: “এই কুরআন আল্লাহর মজবুত রজ্জু। এর এক প্রান্ত আল্লাহর হাতে, আরেক প্রান্ত তোমাদের হাতে তোমরা যদি একে শক্ত করে ধর, তবে কখনও বিভ্রান্ত কিংবা ধ্বংস হবেনা।” [আত তারগীব ওয়াত তারহীব] মানুষ যেন উপদেশ গ্রহণ করে :- সূরাঃ আল-আম্বিয়া [আয়াত :10] ↓↓↓ >>>আমি তোমাদের প্রতি একটি কিতাব অবর্তীর্ণ করেছি; এতে তোমাদের জন্যে উপদেশ রয়েছে। তোমরা কি বোঝ না? বিশ্ববাসী সতর্ক হয় ও ফয়সালার মানদন্ড সূরাঃ আল-ফুরকান [আয়াত: 1] >>>পরম কল্যাণময় তিনি যিনি তাঁর বান্দার প্রতি ফয়সালার গ্রন্থ(কুরান) অবর্তীণ করেছেন, যাতে সে বিশ্বজগতের জন্যে সতর্ককারী হয়। ইংরেজিঃ Blessed is He who sent down the criterion to His servant, that it may be an admonition to all creatures;- বুদ্ধিমানরা যেন অনুধাবন করে সূরাঃ সোয়াদ [আয়াত :29] >>>এটি একটি বরকতময় কিতাব, যা আমি আপনার প্রতি বরকত হিসেবে অবতীর্ণ করেছি, যাতে মানুষ এর আয়াতসূহ লক্ষ্য করে এবং বুদ্ধিমানগণ যেন তা অনুধাবন করে। ইংরেজিঃ (Here is) a Book which We have sent down unto thee, full of blessings, that they may mediate on its Signs, and that men of understanding may receive admonition. মানুষ কুরানের কথা নিয়ে চিন্তা করে সূরাঃ মুহাম্মদ [আয়াত: 24] তারা কি কোরআন সম্পর্কে গভীর চিন্তা করে না? না তাদের অন্তর তালাবদ্ধ? ইংরেজিঃ Do they not then earnestly seek to understand the Qur´an, or are their hearts locked up by them? তাই কুরানে একাধিকবার বিষয়টি বিভিন্নভাবে মানুষের কাছে তুলে ধরা হয়েছে যদি মানুষ একটি আয়াত বুজতে না পারে তবে অন্যটি দিয়ে যেন তার মন প্রশস্ত হয়। একাধিকবার বিষয়বস্তু পাঠ করে নিজের হৃদয়ে সেটি গেঁথে ফেলে এতে কুরানের উপদেশ,সতর্কবাণী হতে সে কখনও পথভ্রষ্ট হবে না। প্রতিটি বিষয় কুরানের বিভিন্ন জায়গার বিভিন্ন আঙ্গিকে উল্লেখ করা হয়েছে। সেগুলো তেলাওয়াত করলে তা সহজে অনুধাবন করা যায় এবং বিষয়টি মনেও থাকে বেশী। ধন্যবাদ

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ