মৃত ব্যক্তিকে স্বপ্নে দেখলে কোন করণীয় নেই। তবে সর্বাবস্থায় তাদের জন্য দো‘আ ও ছাদক্বা করা উচিত। মানুষের স্বপ্ন তিন ধরনের হয়ে থাকে  (ক) ভাল স্বপ্ন- যা আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ বহন করে  (খ) শয়তানের পক্ষ থেকে- যা মানুষকে দুশ্চিন্তায় ফেলে  (গ) নিজের খেয়াল ও কল্পনা- যা স্বপ্নে দেখা যায় (মুসলিম হা/২২৬৩)।  স্বপ্নে ভাল কিছু দেখলে আল্লাহর শুকরিয়া আদায় করবে। চাইলে অন্যকেও সে বিষয়ে অবহিত করবে।  আর খারাপ কিছু দেখলে শয়তান থেকে আশ্রয় চাইবে, বাম দিকে তিনবার আঊযুবিল্লাহ বলে থুক মারবে এবং পার্শ্ব পরিবর্তন করবে। কাউকে সে বিষয়ে বলবে না (বুখারী হা/৭০৪৫)।  – মুরুবীদের কাছে শুনেছি তোমার প্রিয় বা তোমার কাছে হয়তো কোন মৃত ব্যক্তি স্বপ্নে দেখা দিচ্ছে অর্থাৎ তুমি হয়তো কোন আমলদার ব্যক্তি তাই তোমাকে অনুরোধ করছে বা এমন কিছু হতে পারে যে তার আত্মার মুক্তির জন্য খোদার কাছে প্রার্থনা করতে বলছে তোমাকে।  আমাদের দেশে একটি কুসংস্কার আছে যে মৃত ব্যক্তিকে স্বপ্নে দেখা খুব খারাপ লক্ষন। সবকিছু মহান আল্লাহ ভালো জানেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ