মাল্টিপ্রসেসিং অপারেটিং সিস্টেমের বৈশিষ্ট্যঃ ১. একসাথে একাধিক প্রােগ্রাম প্রসেস করতে পারে। ২. একটি প্রসেসর কাজ করতে না পারলে অন্য প্রসেসর কাজ চালিয়ে নিতে পারে। ৩. কোন প্রসেসর খালি হলে অলসভাবে না বসে থেকে বাকি অগ্রাধিকার প্রাপ্ত কাজকে প্রসেস করে থাকে। ৪. বিভিন্ন প্রসেসরের কার্যক্রম নিয়ন্ত্রণ করার জন্য কন্ট্রোল প্রসেসর থাকে। ৫. কাজের গতি অত্যন্ত দ্রুত হয়। ৬. একটি প্রসেসর খারাপ হয়ে গেলেও কাজ একেবারে বন্ধ হয়ে যায় না। ৭. সিস্টেম তৈরি বেশ জটিল ও ব্যায়বহুল।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ