শেয়ার করুন বন্ধুর সাথে

আর্থ লিকেজ সার্কিট ব্রেকার একটি প্রটেকটিভ ডিভাইস, যা লিকেজজনিত দোষযুক্ত বা ত্রুটিপূর্ণ সার্কিটকে ভালাে অংশ থেকে বিচ্ছিন্ন করে বিপজ্জনক অবস্থা হতে রক্ষা করে। সার্কিটের লিকেজ কারেন্ট ব্রেকারের মধ্য দিয়ে আর্থে প্রবাহিত হয়ে লাইনকে বিচ্ছিন্ন করে বলে এর নামকরণ হয়েছে অর্থ লিকেজ সার্কিট ব্রেকার। একে সংক্ষেপে ইএলসিবি (ELCB) বলে। অর্থাৎ, সার্কিটে লিকেজ জনিত ত্রুটির কারণে যে সার্কিট ব্রেকার সংশ্লিষ্ট সার্কিটকে ক্রটিযুক্ত স্থান হতে বিচ্ছিন্ন করে তাকে অর্থ লিকেজ সার্কিট ব্রেকার বলে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ