শেয়ার করুন বন্ধুর সাথে

লিঙ্গ চার প্রকার। যেমন- ক. পুংলিঙ্গ খ. স্ত্রীলিঙ্গ গ. উভয়লিঙ্গ ঘ. ক্লীবলিঙ্গ ক. পুংলিঙ্গ : যে শব্দ দ্বারা পুরুষ জাতি বুঝায়, তাকে পুংলিঙ্গ বলে। যেমন- পিতা, শিক্ষক, বালক, রাজা, দাদা, বন্ধু, ভিখারি, নদ ইত্যাদি। খ. স্ত্রীলিঙ্গ : যে শব্দ দ্বারা স্ত্রী জাতি বুঝায়, তাকে স্ত্রীলিঙ্গ বলে। যেমন- মাতা, ভাবী, মেয়ে, দাদী, রানী, সখী, স্ত্রী, জেলেনী ইত্যাদি। গ. উভয়লিঙ্গ : যে শব্দ দ্বারা স্ত্রী-পুরুষ উভয়ই বুঝায়, তাকে উভয়লিঙ্গ বলে। যেমন- মানুষ, সন্তান, পাখি, শিশু, গরু ইত্যাদি। ঘ. ক্লীবলিঙ্গ : যে শব্দ দ্বারা পুরুষ কিংবা স্ত্রী কোনটাই বুঝায় না, তাকে ক্লীবলিঙ্গ বলে। যেমন- ঘর, কলম, বই, ফুল, টুপি, দালান, জামা ইত্যাদি

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ