শেয়ার করুন বন্ধুর সাথে

যে সব অর্থবােধক শব্দ বাক্যে ব্যবহূত হয়, সেগুলাে প্রত্যেকটিই এক একটি পদ। যেমন- জেলেরা পুকুরে মাছ ধরে। এখানে জেলেরা, পুকুরে, মাছ, ধরে- এ চারটি শব্দ রয়েছে। সুতরাং এ চারটি শব্দের প্রত্যেকটিই এক একটি পদ। অর্থাৎ, বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি অর্থবােধক শব্দকে এক একটি পদ বলে। পদ মােট পাঁচ প্রকার। যেমন- ক. বিশেষ্য পদ খ. সর্বনাম পদ গ. বিশেষণ পদ ঘ. অব্যয় পদ ঙ. ক্রিয়া পদ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ