শেয়ার করুন বন্ধুর সাথে

রসায়ন শাস্ত্রে মােলের ব্যাপক ব্যবহার প্রচলিত। রাসায়নিক বিক্রিয়ায় উপাদানগুলাে তাদের মােলের সরল অনুপাতে বিক্রিয়া করে এবং অংশ গ্রহণকারী পদার্থের মােলের সংখ্যার সাথে উৎপন্ন পদার্থের মােলের সংখ্যার একটি সরল অনুপাত সর্বদাই বজায় থাকে। সেজন্য, রাসায়নিক গণনার বহুক্ষেত্রে মােলের ব্যবহার করলে তাদের সমাধান সহজসাধ্য হয়। এছাড়া, পদার্থের বহু ভৌতধর্ম পদার্থ কণিকার সংখ্যার উপর নির্ভরশীল। এ সব ধর্মের সঠিক পর্যালােচনায় মােল সম্পর্কিত জ্ঞানের প্রয়ােজন হয়। মােলের ধারণা হতেই বিভিন্ন বস্তু-কণিকার প্রকৃত ভর গণনা করা যায়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ