শেয়ার করুন বন্ধুর সাথে

সালাম শুধু অমুসলিমকে দেয়া যায় না। (মুসলিম, মিশকাত হা/৪৬৩৫) আর বেনামাজী অমুসলিম নয়। সুতরাং তাকে সালাম সালাম দেয়া যাবে। তার বাড়িতে খানা খাওয়াও জায়েয। আবূ হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, حَقُّ الْمُسْلِمِ عَلَى الْمُسْلِمِ سِتٌّ قِيلَ مَا هُنَّ يَا رَسُولَ اللَّهِ قَالَ : إِذَا لَقِيتَهُ فَسَلِّمْ عَلَيْهِ وَإِذَا دَعَاكَ فَأَجِبْهُ وَإِذَا اسْتَنْصَحَكَ فَانْصَحْ لَهُ وَإِذَا عَطَسَ فَحَمِدَ اللَّهَ فَسَمِّتْهُ وَإِذَا مَرِضَ فَعُدْهُ وَإِذَا مَاتَ فَاتَّبِعْهُ ‘এক মুসলিমের ওপর অন্য মুসলিমের ছয়টি হক রয়েছে। বলা হলো, সেগুলো কী হে আল্লাহর রাসূল? তিনি বললেন, ১. তুমি যখন তার সঙ্গে সাক্ষাৎ করবে, তাকে সালাম দেবে। ২. সে যখন তোমাকে নিমন্ত্রণ করবে তা রক্ষা করবে। ৩. সে যখন তোমার মঙ্গল কামনা করবে, তুমিও তার শুভ কামনা করবে। ৪.যখন সে হাঁচি দিয়ে আলহামদুলিল্লাহ বলবে, তখন তুমি ইয়ারহামুকাল্লাহ বলবে। ৫. যখন সে অসুস্থ হবে, তুমি তাকে দেখতে যাবে। ৬. এবং যখন সে মারা যাবে, তখন তার জানাযায় অংশগ্রহণ করবে।’ (মুসলিম : ৫৭৭৮)

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ