প্রাকৃতিক দুর্যোগ ও দুর্ঘটনা আমাদের স্বাভাবিক জীবনযাত্রাকে বিপর্যস্ত করে তুলে। প্রাকৃতিক দুর্যোগ হঠাৎ করে আসে। এর কারণে দেশের অনেক ক্ষতি হয়। যুগ যুগ ধরে এদেশের লোকজন প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে লড়াই করে আসছে। আমরা প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে বাঁচার জন্য যে কৌশলগুলো অবলম্বন করব তা হল-

* যথাসম্ভব উঁচু জায়গায় বসতভিটা, গোয়ালঘর ও হাঁস-মুরগির ঘর তৈরি করব।

* ঘরের ভেতরে উঁচু মাচা তৈরি করে তার ওপর খাদ্যশস্য ও বীজ ইত্যাদি সংরক্ষণ করব।

* পুকুরের পাড় উঁচু করব। টিউবওয়েল ও ল্যাট্রিন যথাসম্ভব উঁচু স্থানে বসাব।

* শুকনো খাবার যেমন- চিড়া, মুড়ি, গুড় এবং প্রয়োজনীয় ওষুধ ঘরে মজুদ রাখব।

* পরিবারের প্রতিটি সদস্যকে সাঁতার কাটা শেখাব।

* বন্যাকালীন সময়ে যাতায়াতের জন্য নৌকা না থাকলে কলাগাছের ভেলা তৈরি করে নেব।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ