শেয়ার করুন বন্ধুর সাথে

মাতা-পিতা আমাদের সবচেয়ে আপনজন। মাতা-পিতার চেয়ে আমাদের আর কেউ বেশি ভালোবাসতে পারে না। পৃথিবীতে আমাদের জন্ম গ্রহণের পর থেকেই মাতা-পিতা তাদের জীবনের চেয়ে আমাদের বেশি ভালোবাসেন। শিশুকালে আমাদের মল-মূত্র পরিষ্কার করে অতি আদরের সঙ্গে আমাদের লালনপালন করেন। অনেক সময় খাদ্যের অভাবে তারা না খেয়ে আমাদের খাওয়ান। আমাদের অসুখ-বিসুখ হলে তাদের ঘুম হয় না। সুস্থ না হওয়া পর্যন্ত তারা সর্বদা দুশ্চিন্তায় কাটান। আমাদের আনন্দে তারা আনন্দ পান এবং আমাদের দুঃখ কষ্টে তারা দুঃখ কষ্ট অনুভব করেন। আমরা এজন্যই পিতামাতার খিদমত করব। তাদের অছিলাতেই আমরা দুনিয়াতে এসেছি। তাদের স্নেহ ও আদরে আমরা লালিত-পালিত হয়ে বড় হয়েছি। তারা সব সময় আমাদের কল্যাণ ও মঙ্গল কামনা করেন। আমাদের সুস্থতা ও সুখ সমৃদ্ধির জন্য আল্লাহর কাছে দোয়া করেন। তাই পিতামাতার প্রতি আমাদের অনেক দায়িত্ব ও কর্তব্য রয়েছে। আমরা সব সময় পিতামাতার খিদমত করব।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ