শেয়ার করুন বন্ধুর সাথে

১) মনিটরের উজ্জলতা বা ব্রাইটনেস কমায়ে দিন, আপনার চোখের মাপে যতটুকু নাহলেই না ঠিক ততটা ব্রাইট দিন। ২) আটোলক এর সময় কমিয়ে দিলে মনিটর কম সময় চালু থাকবে ফলে ব্যাটারী খরচ কম হবে। ৩) বিভিন্ন গেম এবং ইমেইল এর নোটিফিকেশন চালু থাকলে প্রায়ই মনিটর নিজে থেকে চালু হয়, কারন এই নোটিফিকেশন আপনার লকস্কিন এ এসে জমা হয়। তাই যতটা সম্ভব নোটিফিকেশন কম চালু রাখুন। ৪) ব্যাকগ্রাউন্ড স্কিনে অতি উজ্জল বা এনিমেটেড ছবি ব্যবহার থেকে বিরত থাকুন। ৫) ফোনের মুল মেশিনকে (মোবাইল নেটোর্য়াক বাদে) যতটা সম্ভব কম চালু করলে ব্যাটারী খরচ কম হবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ