বিজ্ঞান হল পরীক্ষালব্ধ অর্জিত জ্ঞান। আর প্রযুক্তি হল সেই জ্ঞানের তথা বিজ্ঞানেরই ব্যবহারিক প্রয়োগ। বিজ্ঞান ছাড়া প্রযুক্তি অচল। বিজ্ঞানই প্রযুক্তিকে সচল রেখেছে। প্রযুক্তি নানা বৈজ্ঞানিক যন্ত্রপাতি আবিষ্কারে নানাভাবে বিজ্ঞানের জ্ঞানকে ব্যবহার করেছে। যেমন :

* বিজ্ঞানীদের আবিষ্কৃত জলীয় বাষ্পের ক্ষমতাকে কাজে লাগিয়ে মানুষ বাষ্পীয় ইঞ্জিন উদ্ভাবন করেছে। এই বাষ্পীয় ইঞ্জিন কলকারখানা, রেলগাড়ি ও জাহাজ চালাতে ব্যবহার করা হতো।

* বিভিন্ন পণ্য ও যন্ত্রপাতি উদ্ভাবনে প্রযুক্তি বৈজ্ঞানিক জ্ঞান ব্যবহার করে থাকে।

* বিজ্ঞানীদের আবিষ্কৃত দুরবিন বা দূরবীক্ষণ যন্ত্রের সাহায্যে মহাকাশের বিভিন্ন বস্তু পর্যবেক্ষণ করা যাচ্ছে।

* খালি চোখে দেখা যায় না এমন জিনিস অনুসন্ধানে বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন অণুবীক্ষণ যন্ত্র। আর এ যন্ত্র চিকিৎসা বিজ্ঞান ও গবেষণাকে দিয়েছে নতুন মাত্রা।

* বিজ্ঞানের জ্ঞানকে কৃষি, শিল্পকারখানা, পরিবহন ইত্যাদি ক্ষেত্রে কাজে লাগিয়ে আঠারো শতকে ঘটেছে শিল্প বিপ্লব। * বিজ্ঞানের জ্ঞানের ব্যবহারিক প্রয়োগ ঘটিয়ে কৃষি, শিক্ষাতে ঘটেছে ব্যাপক পরিবর্তন।

* বিজ্ঞানের জ্ঞানের উন্নত প্রয়োগের ফলে যোগাযোগ ও চিকিৎসা ক্ষেত্রে ঘটেছে অভাবনীয় উন্নয়ন।

সুতরাং, প্রযুক্তি নানাভাবে বিজ্ঞানের জ্ঞানকে কাজে লাগিয়ে জীবনকে করছে উন্নত ও আরামদায়ক।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ