যেসব ক্ষেত্রে প্রযুক্তির ছোঁয়ায় আমাদের জীবন মানকে উন্নত করেছে তাদের অন্যতম হল কৃষি প্রযুক্তি। নিচে তার বর্ণনা দেয়া হল।

কৃষিতে যান্ত্রিক প্রযুক্তি

* চাষাবাদের জন্য মানুষ বিভিন্ন কৃষি প্রযুক্তি যেমন- শাবল, কোদাল, লাঙ্গল উদ্ভাবন করেছে।

* বর্তমানে ট্রাক্টর, সেচ পাম্প বা ফসল মাড়াইয়ের যন্ত্রের মতো আধুনিক কৃষি যন্ত্রপাতি মানুষ ব্যবহার করছে।

* এসব যন্ত্রপাতি মানুষকে অল্প সময়ে অধিক খাদ্য উৎপাদন করে মানুষের বাড়তি খাদ্য চাহিদা পূরণ করে জীবনযাত্রার মানকে উন্নত করছে।

রাসায়নিক প্রযুক্তি

* বাড়তি উৎপাদনের জন্য ফসলে রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার করা হয়।

* রাসায়নিক সার উদ্ভিদের ভালো বৃদ্ধির মাধ্যমে ফসলের উৎপাদনকে দ্বিগুণ করে সবুজ বিপ্লব এনেছে।

* রাসায়নিক পদার্থ ফসলের ক্ষতিকারক পোকা ও আগাছা দমন করে অধিক খাদ্য উৎপাদনে ভূমিকা রাখছে।

জৈব প্রযুক্তি

মানুষের কল্যাণে নতুন কিছু উৎপাদনে জীবের ব্যবহারই হল জৈব প্রযুক্তি।

যেমন- জৈব প্রযুক্তির মাধ্যমে বিশেষ বৈশিষ্ট্য সম্পন্ন উদ্ভিদ ও প্রাণী সৃষ্টি করা হচ্ছে। এই প্রযুক্তি মানুষকে অধিক পুষ্টিসমৃদ্ধ, পোকামাকড় প্রতিরোধী এবং অধিক ফলনশীল উদ্ভিদ উৎপাদনে সহায়তা করছে।

সুতরাং, কৃষি প্রযুক্তি নানাভাবে আমাদের জীবনমান উন্নত করে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ