Detox plum এর উপকারিতা, অপকারিতা, এবং সাইড ইফেক্ট সম্পর্কে জানতে চাই। কেউ যদি এটা ব্যবহার করে থাকেন তাহলে জানাবেন এটা ব্যাবহারে পরে কোন সমস্যা হয় কি না?

ধন্যবাদ।  


Share with your friends
TanvirFaraz

Call

আমিও একই উত্তর জানার জন্য এসেছিলাম। কিন্তু উত্তর না পেয়ে কিছুক্ষন আগে অর্ডার দিলাম। হয়তো ৩দিন পর হাতে পাবো। তাই ১ মাস খাওয়ার পর আবার এখানে এসে আমার মতামত জানাবো ইনশাল্লাহ। আপনারা কেউ খেয়ে থাকলে অভিজ্ঞতা শেয়ার করবেন প্লিজ। এমনকি পোস্ট দাতা ভাইয়ের প্রতিও আহবান রইলো

Talk Doctor Online in Bissoy App
Call

এটি কোষ্ঠকাঠিন্য কমায়। রক্তের ক্ষতিকর কোলেস্টেরল কমায়। হাড় ক্ষয় কমায়। তাছাড়া, লিভারের জন্যও কিছু টা উপকারে আসে।  ওজন কমায় কিছু টা। 

নিয়ম মেনে খেলে ক্ষতি হবে না। অতিরিক্ত পরিমাণে খেলে ডায়রিয়া হতে পারে, পরিপাকতন্ত্রের ক্ষতি হতে পারে।  

গর্ভবতী  ও শিশুকে দুধপানকারী মহিলাদের জন্য Detox Plum ব্যবহার করা ঠিক নয়৷ 

Talk Doctor Online in Bissoy App