"আর বিজ্ঞান বলছে সুর্য স্হির আর পৃথিবী চলমান"— আপনার এই কথা পুরোপুরি ঠিক নয়। কারণ, বিজ্ঞান বলে যে, সূর্য তার পুরো সৌরজগৎ নিয়ে তার গ্যালাক্সিকে কেন্দ্র করে প্রদক্ষিণ করছে। সুতরাং, সূর্য স্থির- বিজ্ঞান এ কথা বলে না। আপনার প্রশ্ন হল, সূর্যের চেয়ে বড় নক্ষত্র আছে কি না? হ্যাঁ, অবশ্যই আছে! আমাদের গ্যালাক্সিতেই সূর্যের চেয়ে অনেক বড় নক্ষত্র রয়েছে! যেমন, ইটা ক্যারিনেই Eta Carinae। ইটা ক্যারিনেই প্রায় ৭৫০০ আলোকবর্ষ দূরে অবস্থিত। এটার ভর সুর্যের ভরের ১২০ গুণ ও এর ব্যাসার্ধ সূর্যের ব্যাসার্ধের ২৫০ গুণ। এটা সূর্যের চেয়েও লক্ষ লক্ষ গুণ বেশি লুমিনাস বা উজ্জল। আরেকটা বড় নক্ষত্র আছে ওরিয়ন (Orion) বা কালপুরুষ নক্ষত্রপুঞ্জে। এর নাম Betelgeuse (বীটেলজীউস)। এটি সূর্যের তুলনায় প্রায় ৯০০ থেকে ১২০০ গুণ বড়। আরো কিছু নক্ষত্রের নাম উল্লেখ করা যেতে পারে- যেমন, Sirus A, Pollux (orange giant), Arcturus (Red giant), Aldebaran(red giant), Rigel (blue hypergiant), Pistol star( blue hypergiant), Antares A ( Red supergiant) ইত্যাদি। এদের অধিকাংশই আকারে সূর্যের চেয়ে পাঁচশো থেকে এক হাজার গুণ বড় নক্ষত্র।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

সূর্য স্থির নয় ।এটি তার নিজ কক্ষপথে প্রায় ২০ কোটি বছরের ব্যবধানে আপন গ্যালাক্সির চারদিকে পরিক্রমণ করে । তথ্যে সূত্রঃ বাংলাদেশ ও বিশ্ব পরিচয়,নবম দশম শ্রেণি ,সৌরজগত্‍ ও ভূমন্ডল ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ