Share with your friends
Dr. Shoyeb

Call
  • ট্যাবলেট এবং সাপােজিটরী : রিউমাটয়েড আথ্রাইটিস, অস্টিওআথ্রাইটিস ও এনকাইলােজিং স্পনডেলাইটিস : ২৫০ থেকে ৫০০ মি.গ্রা. করে দিনে দুইবার যা অল্প কয়েকদিনের জন্য ১.৫ গ্রাম পর্যন্ত বাড়ানাে যেতে পারে। 
  • সাধারণ থেকে মাঝারি ব্যথা, ডিসমেনােরিয়া, তীব্র টেনডাইনিটিস ও বারসাইটিস : ৫০০ মি.গ্রা. প্রাথমিকভাবে এরপর ২৫০ মি.গ্রা. ৬-৮ ঘণ্টা পরপর প্রয়ােজন অনুসারে, তবে প্রতিদিন ১.৩৭৫ গ্রাম মাত্রা সেবন করা উচিৎ নয়। তীব্র বাত: প্রাথমিকভাবে ৭৫০ মি.গ্রা., এরপর ২৫০ মি.গ্রা. প্রতি ৮ ঘণ্টা পরপর যতক্ষন উপসর্গ পরিলক্ষিত হয়। 
  • জুভেনাইল আথ্রাইটিস (পাঁচ বছরের উধ্বে শিশুদের ক্ষেত্রে) : প্রতি কেজি ওজনের জন্য ১০ মি.গ্রা. করে প্রতিদিন দুই বিভক্ত মাত্রায় নির্দেশিত। জেল : প্রয়ােজন অনুযায়ী দিনে ২ থেকে ৬ বার। 
  • শিশুদের ক্ষেত্রে ব্যবহার করা যাবে না। 

 

 

ন্যাপ্রোন জেল সম্পর্কে বিস্তারিত জেনে নিন এই লিঙ্ক থেকে ন্যাপ্রোন

Talk Doctor Online in Bissoy App